দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (Bengaluru) জালাহল্লি ক্রসের (Jalahalli Cross) এক উড়ালপুলের পিলারে চোখ রাখতেই চমকে দেওয়ার মতো এক দৃশ্য দেখল সোশ্যাল মিডিয়া। ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি নাকি উড়ালপুলের স্তম্ভের ওপরে ফাঁকা একটুখানি অংশের ভিতরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন (Bengaluru flyover pillar man viral video)! সেই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক স্থানীয় মানুষ থেকে শুরু করে নেটদুনিয়া।
কী বলছে ওই ভাইরাল ভিডিও?