দ্য ওয়াল ব্যুরো: ভারতের ফিনটেক দুনিয়ায় আবার এক নতুন অধ্যায়ের সূচনা। শুধু টাকা পাঠানো বা বিল মেটানো নয়, এবার আপনার আর্থিক অভ্যাসই বুঝে নেবে পেটিএম (Paytm)। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দৌলতে ডিজিটাল লেনদেনের (Digital Payments) জগতে পেটিএম আনছে ‘বুদ্ধিমত্তার যুগ’।
কী থাকছে এই নতুন পেটিএম অ্যাপে? প্রতি পেমেন্টের পর এবার ব্যবহারকারীরা পাবেন ‘গোল্ড কয়েন’। চাইলে তা পরে রূপান্তরিত করা যাবে ডিজিটাল সোনায়। মানে, খরচ করেও সঞ্চয়ের হাতছানি!
#REL