অন্বেষা বিশ্বাস
সময়টা যেন থমকে যায়, যখন মনে পড়ে ১৯৯৩ থেকে শুরু করে আজ পর্যন্ত বারংবার রক্তে ভেসেছে ভারত। মুম্বইয়ের সমুদ্রের ধার থেকে দিল্লির রাজপথ, গুজরাটের ব্যস্ত বাজার থেকে দেশের আনাচে-কানাচে, প্রতিটি বিস্ফোরণ যেন লক্ষ লক্ষ স্বপ্নের উপর নেমে আসা এক নিষ্ঠুর আঘাত। তারিখগুলো এখন আর শুধু ক্যালেন্ডারের পাতা নয়, সেগুলো যেন একেকটি রক্তাক্ত দীর্ঘশ্বাস। চোখের সামনে প্রিয়জনদের হারিয়ে ফেলার সেই তীব্র যন্ত্রণা, সেই ভয়াবহ ধ্বংসলীলা... প্রতিটি হামলায় মনে হয়েছে বুঝি জীবনের স্বাভাবিক ছন্দ চিরতরে থেমে গেল।