দ্য ওয়াল ব্যুরো: ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মেক্সিকোর ফাতিমা বশ (Fatima Boshch) বিশ্বসুন্দরীর (Miss Universe 2025) মুকুট জিতে নিলেন। ১০০-এর বেশি দেশের প্রতিযোগীদের মধ্যে নিজের উপস্থিতি, উত্তর, বুদ্ধিমত্তা ও মানবিকতার পরিচয়ে সবাইকে ছাপিয়ে গেলেন ফতিমা। ছাপিয়ে গেলেন তাঁর শৈশবের শারীরিক প্রতিবন্ধকতাকেও (dyslexia)। এ যেন আরও এক ‘তারে জমিন পর’-এর গল্প।
ডেনমার্কের গতবারের মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ এদিন গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
কে এই ফাতিমা বশ? (Who Is Fatima Bosch)
#REL