দ্য ওয়াল ব্যুরো: ভুটান এখন আরও কাছে, ডুয়ার্স-ভুটান ট্যুরে বাড়তি সুবিধা! জয়গাঁ থেকে কলকাতা, শুরু হল বিলাসবহুল এসি ভলভো বাস পরিষেবা। শীতাতপ নিয়ন্ত্রিত, স্লিপার ও বায়ো-টয়লেটের সুবিধা পাওয়া যাবে। জয়গাঁ থেকে সরাসরি আসবে কলকাতায়।
জয়গাঁ শহরে পৌঁছলেই চোখে পড়বে ভুটান গেট, আর তার ওপারেই ড্রাগনের দেশ- ভুটানের ফুন্টশোলিং শহর।
#REL