দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জ লিচুবাগান যেন শনিবার রাতে একেবারে মুভির সেট! প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খান ওরফে গুড্ডু খানের ছেলের জন্মদিনের পার্টিতে বন্দুক হাতে পোজ দেওয়া, ফাঁকা গুলি চালানোর ছবি রাতারাতি ভাইরাল হতেই এলাকায় তোলপাড় (Guddu's party in Howrah, Baahubali style)।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—এই ধরনের ‘বাহুবলীর পার্টি’ আসলে আতঙ্ক ছড়ানোর ছক। বহু মানুষ নাজিরগঞ্জ ফাঁড়িতে গিয়ে গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁদের দাবি, “এইসব ঘটনায় এলাকায় ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয়।”
#REL