দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ক'টা দিনের অপেক্ষা, তারপরই আসছে করবা চৌথ। স্বামীর দীর্ঘায়ু কামনায় এই নির্জলা উপোসের দিনটিতে মহিলারা নিজেদের সুন্দর করে সাজেন। বিভিন্ন ধরনের সব শাড়ি পরেন। ঐতিহ্য মেনে লাল শাড়ি থেকে শুরু করে আনারকলি, কোন পোশাকে এবারের করবা চৌথে আপনি হয়ে উঠবেন অনন্য। দেখে নিন সেই তালিকা।
করবা চৌথের দিনে লাল রঙের প্রাধান্য থাকে সবচেয়ে বেশি। লাল রঙকে ভারতীয় সংস্কৃতিতে শুভ, প্রেম এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। বেশিরভাগ নারীই লাল রঙের বেনারসি, কাঞ্জিভরম বা সিল্কের শাড়ি পরতে পছন্দ করেন।
#REL