দ্য ওয়াল ব্যুরো: এই বছর বিহারে ভোটদান (Bihar vote) হয়েছে ৬৬.৯১%, যা ১৯৫১ সালের প্রথম বিধানসভা নির্বাচনের (Bihar Election) পর থেকে সর্বোচ্চ। ২০২০ সালে এই ভোটদানের হার ছিল ৫৬.৯৩ শতাংশ।
বিহারের মতো রাজ্যে এর আগে বহুবার হিংসা, কারচুপির মতো ঘটনা ঘটেছে ভোটের সময়। কখনও নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে কমিশন, আবার কখন সমাধান হিসেবে উঠে এসেছে পুনর্নির্বাচন।
কী বলছে বিহারে ভোটের ইতিহাস?
#REL
২০০৫ - হিংসার ঘটনা, কারচুপি কাণ্ডে বিহারের ৬৬০টি বুথে আবার নির্বাচন।