দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটগণনা (Bihar Election Vote Count) শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লির (Delhi) বিজেপি সদর দফতরে (BJP Party Office) উৎসবের আবহ। গণনা কেন্দ্রগুলিতে প্রথম দফার ট্রেন্ড আসার আগেই পার্টি অফিসে ব্যস্ততা বেড়ে যায় বিশেষ বিহারি খাবারের (Bihari Food) আয়োজন ঘিরে।
দফতরের কর্মীদের কথায়, দিনের খাবারের তালিকায় রাখা হয়েছে সত্তু পরোটা এবং বেগুন-চোখা। সঙ্গে লিট্টি-চোখাও তৈরি হচ্ছে আলাদা করে। আর মিষ্টির দিকটি সামলাবে গরমাগরম জিলিপি, যা ইতিমধ্যেই তৈরি হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে রান্নাঘরে।