দ্য ওয়াল ব্যুরো: প্যারা টিচারদের (Para Teachers) আন্দোলনে (Protest) শর্ত সাপেক্ষ ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময় ও কঠোর নিয়ম মেনে আগামী ১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন।
#REL
আদালতের নির্দেশ অনুযায়ী, আন্দোলনের সময়সীমা: প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বসে আন্দোলন করতে পারবেন প্যারা টিচাররা। যে কোনও দিন ৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না। অতিরিক্ত ভিড় দেখলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে।