দ্য ওয়াল ব্যুরো: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ থামাতে গিয়ে জনরোষের মুখে পড়ল পুলিশ!
কান্দির গৌকর্ণ গোসাইডোবা এলাকায় শুক্রবার দুপুরে হঠাৎই পরিস্থিতি ভয়ানক মোড় নেয়। অভিযোগ, দু'পক্ষের গোলমাল থামাতে পৌঁছতেই হামলার নিশানায় পড়েন কান্দি থানার আইসি মৃণাল সিং (Kandi IC)। মাথায় গুরুতর চোট পান তিনি।
#REL
পুলিশ সূত্রের খবর, গৌকর্ণ গোসাইডোবা এলাকার ওই জমিটি নিয়ে বহু দিন ধরেই দুই পক্ষের বিবাদ চলছিল। শুক্রবার সকালে তাঁদের মধ্যে ফের তুমুল গোলমাল শুরু হয়। খবর পেয়েই আইসি-র নেতৃত্বে পুলিশ পৌঁছয়।