শুভম সেনগুপ্ত
বিহার ভোটের ফলাফল ঘোষণার পর শুক্রবার সন্ধেয় বিজেপির সদর দফতরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi after Bihar win)। ফুল, মালা, গোলাপের পাপড়িতে তাঁকে স্বাগত জানানোর পর সটান মঞ্চে উঠে গলার উত্তরীয় উঁচিয়ে ধরে ঘোরাতে শুরু করেন তিনি। অনেকটা লর্ডসের মাঠে যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি ঘুরিয়েছিলেন। বিহারে দু’শ পার করার পর এই ছবিটা অতিশয় প্রত্যাশিত। এক কথায় ঐতিহাসিক ফলাফল। বিরোধীদের প্রায় ধুলোয় মিশিয়ে দিয়েছে এনডিএ (NDA)।