দ্য ওয়াল ব্যুরো: বিহারে মহাজোটের লজ্জাজনক ভরাডুবির পর (Bihar Loss, Bihar Election Result 2025) অবশেষে মুখ খুললেন কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী নেতার পদে থাকা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, “এই নির্বাচন শুরু থেকেই ন্যায্য ছিল না (Election Not Fair From Start)।”
শুক্রবার এক্স-এ প্রথম প্রতিক্রিয়া জানিয়ে রাহুল লেখেন, “বিহারের লক্ষ লক্ষ মানুষ মহাজোটের উপর যে আস্থা রেখেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু এই ফল সত্যিই বিস্ময়কর। শুরু থেকেই এই নির্বাচন ন্যায্য ছিল না, তাই আমরা প্রত্যাশিত জয় আনতে পারিনি।”
#REL