দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের ফলে কার্যত ভরাডুবি হয়েছে এক কালের ‘ভোট-কুশলী’ প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির। একটি আসনও পায়নি নতুন দলটি। সেই হতাশার আবহেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জন সুরাজের তরাই কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের। বয়স হয়েছিল ৬৩।
নির্বাচন কমিশনের হিসেবে, তরাই আসনে চন্দ্রশেখরের ঝুলিতে এসেছে মাত্র ২,২৭১টি ভোট। একই কেন্দ্রে বিজেপির প্রতীকে জয় পেয়েছেন বিশাল প্রশান্ত।
#REL