দ্য ওয়াল ব্যুরো: সকালের হাওয়ায় এখন রাজ্যজুড়েই টুকটুক করে ঠান্ডার আমেজ। ভোরে হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেখা যায় শীতের প্রথম পাতার স্পর্শ। বেলা বাড়লেও গরমের দাপট নেই, আবহাওয়া আরামদায়কই (Weather Update)। তাই স্বভাবতই প্রশ্ন— কার্তিকেই কি আসছে শীত?
কিন্তু আলিপুর হাওয়া অফিস সেই জল্পনায় ‘বিরাম’ দিল। জানাল, আগামী সপ্তাহে তাপমাত্রা আবার চড়তে পারে কয়েক ডিগ্রি। উত্তর থেকে দক্ষিণ— প্রায় সব জেলায়ই একই ছবি। ভোরের আকাশ ঢেকে যাবে কুয়াশার চাদরে, দৃশ্যমানতাও নেমে যেতে পারে ২০০ মিটারে। যদিও সব এলাকায় কুয়াশা সমান ভাবে ছড়াবে না।
#REL