দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Elections) এনডিএ-র (NDA) বিরাট জয়ের ঠিক পরদিনই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড় পদক্ষেপ নিল বিজেপি (BJP)। শনিবার দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং (Ex Union Minister RK Singh) এবং দলের এমএলসি অশোক আগরওয়ালকে।
দলীয় চিঠিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দুই নেতার মন্তব্য ও অবস্থান বিজেপির (BJP) নীতির বিরুদ্ধে যাচ্ছিল। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে তাই কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া পথ ছিল না। তাঁদের এক সপ্তাহের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।