দ্য ওয়াল ব্যুরো: অটোর ধাক্কায় দুলতে দুলতে তোলা একখানা ছোট্ট সেলফি-ভিডিয়ো— আর তাতেই যেন ঝলকে উঠল স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পূর্ণ নতুন গল্প। খোলা চুলে হাওয়া লেগে আছে, চোখে সেই চেনা কাজল, কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়ল তাঁর শার্প হয়ে ওঠা চিবুকের রেখা। মনে হল যেন কয়েক মাসের মধ্যেই স্বস্তিকা নিজের ভরসা, নিজের শরীর— দু’টোকেই যত্ন করে গড়ে তুলেছেন। তাই স্বাভাবিক ভাবেই বিস্ময়ে নেটিজেনদের প্রশ্ন— “এত ওজন কমালে কীভাবে?”
#REL