দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Election Result 2025) বড় ধাক্কা খেয়েছে রাষ্ট্রীয় জনতা দল। ২৪ ঘণ্টা নীরব থাকার পর সেই নিয়ে মুখ খুলল আরজেডি (RJD)। ফল ঘোষণার পর লেখা ওই সংযত পোস্টে দল জানাল, পরাজয়ে হতাশ নয় তারা, বরং দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবেই দেখছে এই ব্যর্থতাকে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ আরজেডি লিখেছে, “জনসেবা এক নিরন্তর প্রক্রিয়া, এক অন্তহীন যাত্রা। এখানে উত্থান-পতন স্বাভাবিক। পরাজয়ে দুঃখ নয়, জয়ে অহঙ্কার নয়। আরজেডি গরিবের দল, গরিব মানুষের জন্যই কথা বলবে।”
#REL