By sudeshna, 21 May, 2025 জাপানে পাড়ি দিচ্ছে জৈবসারে ফলানো হুগলির কাঁচালঙ্কা, পাইলট প্রজেক্ট শুরু হয়েছে হরিপালে দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে এতদিন কাঁচা লাল লঙ্কা আমদানি করত জাপান। কিন্তু সেখানে বাজার দর বেশি হওয়ায় ভারতমুখী হচ্ছে জাপানিরা। হরিপাল থেকে কাঁচা লঙ্কা যাচ্ছে জাপানে। বদলে যাচ্ছে চাষিদের আর্থিক অবস্থা। Tags Hooghly News Hooghly Chilli Farming News Today