দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: সিঙ্গুরে (Singur) টাটার একলাখি ন্যানো (Nano) গাড়ি হয়নি। তবে সুগন্ধায় একলাখি ইলেকট্রিক চারচাকা গাড়ি তৈরি হবে। টিফোজ সংস্থার অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে জানিয়ে দিলেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র জানান,২০২৬ সালের জানুয়ারি মাসে একলাখি গাড়ি তৈরি হবে পোলবার সুগন্ধার কারখানা থেকে।