দ্য ওয়াল ব্যুরোঃ স্মার্ট মিটার বসানোর পর আচমকা প্রায় ১২ হাজার টাকার বিদ্যুৎ বিল! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হুগলির সাহাগঞ্জে। অভিযোগকারীর দাবি, কোনও পূর্ব নোটিশ ছাড়াই তার বাড়িতে স্মার্ট মিটার বসানো হয় এবং তার পর থেকেই শুরু হয় এই অস্বাভাবিক বিল-যন্ত্রণা।
#REL
ভুক্তভোগী সুশান্ত জোসেফ পেশায় অধ্যাপক। মে মাসে তাঁর বিদ্যুৎ বিল ছিল ১০৫৭ টাকা, যা তিনি নিয়মমাফিক পরিশোধ করেন ৭ই মে। এরপর ১৯ মে তাঁর অনুমতি ছাড়াই বাড়িতে বসানো হয় স্মার্ট মিটার।