দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট মিটার (Smart Meter) লাগানোর বিষয়ে রাজ্য বনাম কেন্দ্রের ( State-Center) বিতর্ক নতুন মাত্রা পেল।
দীর্ঘদিন ধরে স্মার্ট মিটার লাগানো নিয়ে গ্রাহকদের অভিযোগ এবং রাজ্যের সিদ্ধান্তের ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রক্রিয়াটি। কিন্তু কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টরের সাম্প্রতিক নির্দেশে এই প্রকল্পের গতি ফের বাড়তে চলেছে। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বিদ্যুৎমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সরকারি দফতরে অগস্টের মধ্যে এবং বাণিজ্যিক ক্ষেত্রে নভেম্বরের মধ্যে স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করতেই হবে।