গার্গী দাস
ক্যানসার হ্যাস নো আনসার, এই কথা এখন অতীত! আধুনিক প্রযুক্তি প্রমাণ করছে ক্যানসার সারানো সম্ভব, তাও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া। ক্যানসার মানেই দীর্ঘ রেডিয়েশন থেরাপি, অস্ত্রোপচার বা কেমোথেরাপির চাপ। রেডিয়েশনে সুস্থ কোষও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি আর আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার আগমন, পাল্টে দিয়েছে সেই ধারণা। এই নিয়েই বর্ষণমুখর দিনে কলকাতা প্রেস ক্লাবে আলোচনা করলেন হায়দরাবাদের বিখ্যাত চিকিৎসক (অনকোলজিস্ট) ডাঃ প্রদীপ কুমার কারুমাঞ্চি।