দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার (cancer) শব্দটা শুনলেই মনে একটা ভয় কাজ করে। তবে সব ক্যানসারের ধরা পড়ার ধরন একরকম নয়। চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে ভুল বোঝাবুঝির যে কয়েকটি ‘টার্ম’ রয়েছে, তার মধ্যে একটি হল ‘স্টেজ জিরো’ ক্যানসার (stage zero cancer), যাকে কারসিনোমা ইন সিটু-ও বলা হয়।
এটি আসলে ক্যানসারের শুরুর দিকের, একদম প্রাথমিক ধাপ, যেখানে অস্বাভাবিক কোষ ধরা পড়ে, তবে তা তখনও পর্যন্ত আশপাশের টিস্যু বা অঙ্গ-প্রত্যঙ্গে ছড়াতে পারেনি।
#REL