দ্য ওয়াল ব্যুরো: কেউই থেমে থাকার পাত্র নন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) একটি মন্তব্য ঘিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) ও তৃণমূল সাংসদের বাগযুদ্ধ যেন সমান্তরাল রেখায় চলছে। দু’পক্ষই এখন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন একে অপরকে; আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও আসছে দু' দিক থেকেই।
শনিবার চুঁচুড়ার তৃণমূল সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ। অভিযোগ, “রাজ্যপাল রাজভবনে বসে বিজেপির ক্রিমিনালদের ডাকছেন। সবাইকে বন্দুক-বোমা দিচ্ছেন।”