দ্য ওয়াল ব্যুরো: ধর্মের নামে অপরাধ! যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের (Kartik Maharaj) সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাস্তায় নামলেন নবগ্রামের মহিলারা (Nabagram)। শনিবার সকালে থানার সামনে ঝাঁটা হাতে অবস্থান বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মহিলা।
'ধর্মের নামে অপরাধ বন্ধ হোক', 'কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই'— এলাকার মহিলাদের এই স্লোগানে কেঁপে ওঠে গোটা নবগ্রাম। থানা চত্বরে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ। প্রতিবাদীদের দাবি, দীর্ঘদিন ধরেই কার্তিক মহারাজ তাঁর আশ্রমের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন।
#REL