দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে থানায় (Police Station) বসানো সিসি ক্যামেরা (CCTV) নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। ক্যামেরার গুণমান খারাপ, নাইট ভিশন নেই, স্টোরেজ সীমিত—ফলে আদালতে প্রমাণ হাজির করা থেকে শুরু করে সাধারণ অভিযোগ যাচাই—সবেতেই (Investigation) সমস্যায় পড়তে হচ্ছিল পুলিশকে।
সূত্রের খবর, সেই অচলাবস্থা কাটাতে এবার কমিশনারেটগুলির থানায় বসানো হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা (Hi-tech Surveillance)। প্রাথমিক পর্যায়ে ছ’টি কমিশনারেটের ৫০টি থানায় বসানো হবে কুড়িটি করে ক্যামেরা। খরচ ধরা হয়েছে প্রায় সাত কোটি টাকা।
#REL