দ্য ওয়াল ব্যুরো: বিএলওদের (BLO) উপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ফের রাস্তায় নেমে আন্দোলনে শিক্ষাকর্মীদের একাংশ। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ ডেটা এন্ট্রির কাজ, শিক্ষা বহির্ভূত ডিউটির বোঝা, শারীরিক–মানসিক চাপ—সব মিলিয়ে ক্ষোভ তুঙ্গে (Excessive data entry pressure, allegations of mental harassment)।
সেই ক্ষোভের বহিঃপ্রকাশেই সোমবার কলকাতায় সিইও দফতর অভিযান, বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখা (BLOs protest at CEO's office, Kolkata)।
#REL