দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রীর জীবনে আলো যেমন আছে, তেমনই আছে অনিশ্চয়তার ছায়া। অথচ তাঁর নাম শুনলে আজও দর্শকদের চোখে ভেসে ওঠে সেই হাসিখুশি মিঠাইরানি— ঘরের মেয়ে, পাড়ার আদরিণী, আর বাংলা টেলিভিশনের অন্যতম সেরা সাফল্যের মুখ। সেই সৌমিতৃষা কুণ্ডুই নাকি খুব শিগগির ছোট পর্দায় ফিরছেন— কয়েকদিন ধরেই এমন কথা ভেসে বেড়াচ্ছিল টলিপাড়ায়। খবর পেয়ে উচ্ছ্বাস সামলাতে পারছিলেন না নায়িকার অনুরাগীরা। কিন্তু আদৌ কি সত্যি?
#REL