দ্য ওয়াল ব্যুরো: এ বছরটা যেন আলো–অন্ধকারের অদ্ভুত টানাপড়েন হয়ে রয়েছে পরিচালক অর্জুন দত্তের জীবনে। ‘ডিপ ফ্রিজ’-এর জন্য জাতীয় পুরস্কারের গৌরব, দিল্লির মঞ্চে দাঁড়িয়ে সেই স্বীকৃতি পাওয়া—সবই ছিল তাঁর ঝলমলে অধ্যায়।
কিন্তু পুরস্কার নিয়ে শহরে ফেরার পরেই শুরু হল আর এক দফা সংগ্রাম। বড় অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতেই জীবনে নেমে এল সবচেয়ে কঠিন ছায়া। ঠিক যখন নতুন ছবির মুক্তি নিয়ে চারদিকে উত্তেজনা, তখনই অপ্রত্যাশিত ভাবে হারালেন নিজের দাদাকে। বছরখানেক আগেই মাকে হারিয়েছেন অর্জুন। সেই শোক কাটতে না কাটতেই আবার প্রিয়জন হারানোর যন্ত্রণা।