সৌম্যদীপ সেন
বিমান বসু (Biman Bose) থেকে সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়— অতীত ঘাঁটলে দেখা যাবে, বার বারই সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন বাঙালিরা। মাঝে ছেদ পড়লেও চলতি বছরের জুন মাসে সিপিএমের (CPIM) ছাত্র সংগঠনের শীর্ষ পদে আবারও বসেছেন বাঙালি নেতা। সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya Interview)। তাঁর কথায় কথায় প্রাণখোলা হাসিতে কাবু হয় তরুণ প্রজন্ম। আবার বিরোধীদের সঙ্গে তর্ক যুদ্ধে চোয়াল শক্ত হয়ে আসে তাঁর। কিন্তু ভোট বড় বালাই। এহেন সৃজন গত লোকসভা নির্বাচনে যাদবপুরের সিপিআইএম প্রার্থী হয়েও আশান