দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে (Municipal Recruitment Corruption Case) এবার ইডি-র (ED) নজরে দমকলমন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসু। এদিন দুপুরে সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন তিনি।
এর আগে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মেনে সুজিত বসুর জামাই রাহুল সিং (Sujit Basu's son-in-law) ইডি-র সদর দফতরে হাজিরা দিয়েছিলেন। ইডির দফতরে ঢোকার সময় মোহিনী অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।
#REL