দ্য ওয়াল ব্যুরো: পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে আজ থেকে চালু করল একাধিক নতুন ট্রেন এবং বাড়তি পরিষেবা। নতুন AC লোকাল, সপ্তাহান্তে অতিরিক্ত ট্রেন, মেট্রো যাত্রীদের জন্য বিশেষ লোকাল এবং বনগাঁ রুটে পরিষেবা বাড়ানো, এই চারটি বড় উদ্যোগ আপাতত বিশেষ পরিষেবা হিসেবে চলবে বলে রেল সূত্রে জানা গেছে।
নতুন AC লোকাল: শিয়ালদহ–কল্যাণী রুটে প্রথম পরিষেবা
কল্যাণীর শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রে যাতায়াত আরও সুবিধাজনক করতে শিয়ালদহ–কল্যাণী রুটে নতুন AC EMU চালু করা হয়েছে।
#REL