দ্য ওয়াল ব্যুরো: নিউটাউন থানা এলাকার ঢালিপাড়ায় পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম তুষার বৈদ্য (২২)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ঢালিপাড়া থেকে খ্রিষ্টপুরের মিশন বাজারের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন তুষার। সেই সময় দ্রুতগতিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে আরেকটি গাড়িতে ধাক্কা মারেন। সংঘর্ষের জেরে তুষার ছিটকে বাইক থেকে রাস্তায় পড়ে যান।
#REL
স্থানীয়রা জানাচ্ছেন, পিছন থেকে আসা গাড়িটি ব্রেক কষলেও তুষার নিজেকে সামলাতে পারেননি এবং গাড়ির সামনে পড়ে যান। মাথায় গুরুতর চোট লাগে।