দ্য ওয়াল ব্যুরো: শীতের কলকাতায় বড়দিন মানেই আলোর ঝলকানি, উৎসবের উচ্ছ্বাস আর বড় পর্দায় নতুন গল্পের হাতছানি। সেই আবহেই ফের রহস্যের দরজা খুলতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’।
ছবি মুক্তির আগেই দর্শকের মনে জায়গা করে নিচ্ছে সেই ছবির একটি গান— ‘সাঁইয়া’। রহস্যের কাঠামোর ভিতর ঢুকে পড়া এই গান যেন গল্পের অন্ধকার কোণে লুকিয়ে থাকা আবেগকে আলতো করে ছুঁয়ে দেয়, ঠিক যেমন করে একটি অচেনা স্মৃতি হঠাৎ মন ভারী করে তোলে।