দ্য ওয়াল ব্যুরো: ভোট এখনও দেরি কয়েকমাস। তবে তার আগে থেকেই এসআইআর (SIR) এর কাজ করতে গিয়ে প্রশাসনিক কর্তা ও কর্মীদের চাপ বেড়েছে বহুগুণ। তবে ইলেকশনের কাজ করতে গিয়ে কোনও অবস্থাতেই যেন সাধারণ মানুষের কাজগুলিকে অবহেলা না করা হয়, তা নিয়ে ফের জেলাশাসকদের (District Magistrates) সতর্ক করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান (CM Mamata Banerjee)।
এদিন নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, "জেলাশাসকদের বলছি, আপনারা ইলেকশনের যে কাজ করছেন করুন। কিন্তু মাথায় রাখবেন, সাধারণ মানুষের কাজগুলোও(election work, but keep in mind the work of the common people)। ওগুলো যেন অবহেলিত না হয়।"