দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগ আইএসএল (Indian Super League) অনিশ্চয়তার অন্ধকারে। অক্টোবর মাসে এআইএফএফ (AIFF) লিগের বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য যে নতুন দরপত্র ডেকেছিল—সেটিতে একটিও বিড আসেনি। কেন? সুপ্রিম কোর্ট-মনোনীত প্যানেলের রিপোর্ট বলছে—ফেডারেশন ফের ‘অতিরিক্ত লোভ’ দেখিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি এল. নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন কমিটি তেমনটাই জানিয়েছে স্পষ্ট করে।
কোথায় বড় সমস্যা তৈরি করল AIFF?