অন্বেষা বিশ্বাস
নীল আকাশের নীচে একা একা দাঁড়িয়ে আছে এক পুরনো প্রাসাদ। যেন কেউ শত বছর ধরে অপেক্ষায় আছে কোনও প্রিয় মানুষের। পথিকেরা আজও সেখানে গেলে থমকে দাঁড়ায়। চারপাশের নিস্তব্ধতার ভিতর থেকে যেন ভেসে আসে পুরনো দিনের গল্প। একটা অসমাপ্ত প্রেমের দীর্ঘশ্বাস।
পশ্চিম নেপালের শান্ত পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে আচমকাই চোখে পড়ে এক রাজকীয়, ইট-চুনে গাঁথা পুরনো প্রাসাদ। যেন সময়ের ধুলো ঝেড়ে দাঁড়িয়ে আছে নিজের সৌন্দর্য নিয়ে। এটাই রানি মহল, যাকে অনেকে বলেন ‘নেপালের তাজমহল’।