দ্য ওয়াল ব্যুরো: রাত নামতেই উত্তেজনার পারদ চড়ল বনগাঁয় (Bangaon)। বুধবার গভীর রাতে তৃণমূলের কাউন্সিলর (Tmc women councilor) শিখা ঘোষ এবং ওয়ার্ড সভাপতি উত্তম ঘোষের বাড়িতে দুষ্কৃতীদের হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ধু শিখাদেবী নন, তৃণমূলের আরও দুই মহিলা কাউন্সিলরের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগ, নেশাগ্রস্ত একদল যুবক প্রথমে বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। তারপরই শুরু হয় তাণ্ডব—ইট ছোড়া, সিসিটিভি ভাঙচুর, ভয় দেখানোর চেষ্টা।
#REL
কারা হামলা চালাল?