দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) টাকা বাংলাদেশিদের অ্যাকাউন্টে (Bangladeshi accounts) যাচ্ছে, এমন অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে নতুন করে চড়ছে রাজনৈতিক উত্তাপ।
এক বাংলাদেশি মহিলা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছেন, তিনি নাকি নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। আর সেই মন্তব্য সামনে আসতেই তেড়ে এসেছে বিজেপি। কত জন বাংলাদেশি এই প্রকল্পের সুবিধাভোগী হয়েছেন, তার স্বচ্ছ তদন্ত চায় তারা (BJP demands investigation)।
#REL