দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পাওয়ারলিফটার অদিতি নন্দী (Aditi Nandy) আগামী বছর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বচ্যাম্পিয়নশিপে (UWSFF World Championship 2025)। থাইল্যান্ডের পাতায়ায় ২৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যেখানে আদিতি নামবেন প্রো পাওয়ারলিফটিং (Pro Powerlifting) ক্যাটেগরির স্কোয়াট, ডেডলিফ্ট এবং বেঞ্চ প্রেস—তিনটি মূল ইভেন্টেই।
ভারতীয় পাওয়ারলিফটিংয়ে মহিলাদের অংশগ্রহণ এখনও সীমিত। সেই প্রেক্ষিতে অদিতির নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। কঠোর প্রশিক্ষণ, ধারাবাহিকতা এবং কর্মজীবনের চাপ সামলে আন্তর্জাতিক স্তরে জায়গা করে নেওয়াই তাঁর আসল লক্ষ্য।