দ্য ওয়াল ব্যুরো: কয়েকটি জেলা থেকে বিএলওদের ওপর বেআইনি চাপের অভিযোগ উঠল। বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি, পূর্ব মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমান—এই জেলাগুলিতে জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকরা বিএলওদের নিজেদের ব্যবহারের জন্য তৈরি অ্যাপের ব্যক্তিগত ওটিপি জমা দিতে বাধ্য করছেন (DMs are demanding OTP, putting pressure on BLOs)।
বিজেপির বক্তব্য, ওটিপি সম্পূর্ণ ব্যক্তিগত এবং শুধুমাত্র লগইন-সংশ্লিষ্ট পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। সেটি অন্য কোনও কর্তৃপক্ষের চাওয়া বা ব্যবহার করা নির্বাচন কমিশনের নিয়মবহির্ভূত, এমনকি ভোটার ডেটার নিরাপত্তা ও স্বচ্ছতার পক্ষে বিপজ্জনক।