দ্য ওয়াল ব্যুরো: ২০০০ সালে মাত্র সাত-আট দিনের অতি স্বল্প মেয়াদের মুখ্যমন্ত্রিত্ব! তারপর কেটে গিয়েছে দীর্ঘ পঁচিশ বছর। বৃহস্পতিবার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী (10th Time CM) হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। রাজনীতির ময়দানে তিনি যে নিজের ক্ষমতায় আলাদা এক জায়গা তৈরি করে নিয়েছেন, তা বিহারের জন্য বিশেষ এক নজিরও বটে।
পাটনার গান্ধী ময়দানে আয়োজিত সেই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ এনডিএ-র শীর্ষ নেতৃত্ব। কিন্তু ভিড়ের মধ্যেও নজর কাড়লেন আর এক বিশেষ অতিথি - নীতীশ কুমারের একমাত্র ছেলে নিশান্ত (Nishant Kumar)।