সঞ্জু সুর
ছাব্বিশের ভোট গ্রহণ (West Bengal assembly election 2026) শুরু হওয়ার আগে এখনও চার মাস বাকি। তার আগে তাঁদের অঙ্কটা খুব পরিষ্কার ভাবে বোঝাতে চাইলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বুধবার দ্য ওয়াল (The Wall)-কে তিনি বলেন, ‘ওদের সঙ্গে ভোটের ফারাক মাত্র ১০ লক্ষ (TMC BJP vote difference)। এসআইআর (SIR)-এ মৃত ভোটারা বাদ পড়লেই সেই ফারাকটা মুছে যাবে।’