দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল, আইপ্যাক - এই দুটি শব্দ বাংলার রাজনীতিতে প্রায় মিশে গিয়েছে একপ্রকার। এবার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতির সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের ফল ভাল না হলে আইপ্যাক কর্মীদের গাছে বেঁধে পেটানোই রাস্তা, দাবি তাঁর।
এই পার্থসারথি মাইতি পূর্ব মেদিনীপুরের তমলুকের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুধু আইপ্যাক নয়, পুরসভার চেয়ারম্যানের দিকেও ক্ষোভের আঙুল তুলেছেন তিনি। 'দুর্নীতিগ্রস্ত' বলে শানালেন আক্রমণও।
#REL