দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ড–পশ্চিমবঙ্গ জুড়ে কয়লা মাফিয়াদের বিরুদ্ধে বড় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।(Ed raid against coal mafia)। শুক্রবার ভোর থেকে দুটি রাজ্যে মিলিয়ে ৪০টিরও বেশি জায়গায় অবৈধ কয়লা খনন, চুরি, পরিবহন এবং বেআইনি লেনদেনের অভিযোগে এই তল্লাশি চলছে।
ধানবাদে আলোড়ন— দেব প্রভা কোম্পানির ১৮ জায়গায় হানা