দ্য ওয়াল ব্যুরো: ঢাকা-সহ বাংলাদেশের (Bangladesh Earthquake) নানা প্রান্ত কাঁপিয়ে ভয়াবহ ভূমিকম্প (Bangladesh Earthquake Death)। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে (Dhaka News)। পুরনো ঢাকার বংশালে একটি ভবনের সানশেড ভেঙে তিন পথচারী-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে এক বছরের এক শিশুও নিহত হয়েছে বলে খবর। শিশুটির মা এবং এক প্রতিবেশীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।