দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০–এর পুরুষ সিঙ্গলসে শেষ চারে জায়গা করে নিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন আয়ুষ শেট্টিকে (Ayush Shetty)। স্কোরলাইন ২৩–২১, ২১–১১; ম্যাচ শেষ হয় ৫৩ মিনিটে।
লক্ষ্য টুর্নামেন্টের সাত নম্বর বাছাই। এ বছরের গোড়ায় হংকং ওপেনের একই পর্বে শেট্টিকে হারিয়েছিলেন তিনি। সিডনিতেও ছবিটা বদলাল না। প্রথম গেমে টানটান লড়াই হলেও শেষ মুহূর্তে ঠান্ডা মাথার খেলায় এগিয়ে গেলেন লক্ষ্য। দ্বিতীয় গেম সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে ম্যাচ শেষ করলেন।