দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের (Birbhum) তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)—দলীয় কর্মীদের কাছে যিনি ‘দাদা’ বা ‘কেষ্ট’ নামেই বেশি পরিচিত, ৬৭ বছর বয়সে এসে প্রথমবার ক্যামেরার সামনে ঘটা করে পালন হল তাঁর জন্মদিন(Anubrata Mandal's first Grand Birthday Celebration)।
সোমবার বীরভূমের তাঁর বাড়ি এবং জেলা তৃণমূল অফিস—দু’জায়গাতেই যেন উৎসবের আবহ। নীল–সাদা বেলুনে মোড়া ঘর, সামনে সাজানো দশ রকমের মিষ্টি, পায়েস, কেক—সব মিলিয়ে অন্য রকম আনন্দের ছোঁয়া।