দ্য ওয়াল ব্যুরো: কোচির (Kochi) এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) বিরল দৃশ্য। জরুরি বিভাগের ভেতরেই বিয়ের অনুষ্ঠান। আলাপ্পুঝার কম্মাডির মেয়ে অবনী এবং থুম্বোলির ভি এম শ্যারনের বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার দুপুরে। কিন্তু সকালে মর্মান্তিক দুর্ঘটনায় (Road Accident) আহত হন অবনী। আর সেই কারণেই হাসপাতালের জরুরি বিভাগই হয়ে উঠল বিয়ের আসর (Emergency Room Of Private Hospital Turns Wedding Venue)।
#REL