দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় বড়সড় পদক্ষেপ নিয়েছে মুম্বই পুলিশ। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে আগামী ২৫ নভেম্বর নিজের বয়ান রেকর্ড করার জন্য পুলিশ স্টেশনে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই মামলায় তাঁর নাম উঠে আসার পর এবার তদন্তের আওতায় এলেন তিনি।
এই মামলাটি মার্চ ২০২৪ সালের, যখন পুলিশ সাঙ্গলির একটি খামারে অবস্থিত মেফেড্রোন-উৎপাদনকারী কারখানা থেকে প্রায় ২৫২ কোটি টাকা মূল্যের ১২৬.১৪ কেজি মেফেড্রোন (MD) বাজেয়াপ্ত করেছিল। এই মামলার মূল অভিযুক্ত মহম্মদ সেলিম মহম্মদ সুহেল শেখকে গত মাসে পুলিশ গ্রেফতার করে।
#REL